Calcutta time : ফ্রিজ থেকে দুর্গন্ধ ছড়ানো প্রায় সবার বাাড়ির সমস্যা। তাই মাত্র কয়েকটি উপায় অবলম্বন করতেই পারলেই কিন্তু ফ্রিজের দূর্গন্ধ কাটানো যেতে পারে। এর জন্যে ২-১ টি সামগ্রীর প্রয়োজন হয় আর সেগুলি প্রায় সবার রান্নাঘরেই কম-বেশি পাওয়া যায়।
কী কী উপায় –
১. অনেক সময় আমরা অতিরিক্ত খাবার ফ্রিজের মধ্যে রেখে থাকি। খাবার রাখার আগে কন্টেনারে ভালো করে চাপা দিয়ে রাখুন।
 ২. এক চিমটে করে বেকিং সোডা ফ্রিজের ২-৩ কোণায় রাখলে দূর্গন্ধ  অনেকটা কমানো যায়।
২. এক চিমটে করে বেকিং সোডা ফ্রিজের ২-৩ কোণায় রাখলে দূর্গন্ধ  অনেকটা কমানো যায়।
৩. লেবু প্রায় সবার বাড়িতেই থাকে। লেবু কেটে ফ্রিজে রাখতে পারলে ফ্রিজ থেকে আর দূ্র্গন্ধ ছাড়বে না।
৪. কেক, কুকিজ্ , প্যস্ট্রি , চকোলেট ইত্যাদি তৈরিতে ভ্যানিলা এসেন্স এর জুড়ি মেলা ভার। এই ভ্যানিলা এসেন্স প্রায় অনেকেই ফ্রিজের মধ্যে রাখেন। যার ফলে ফ্রিজের দূর্গন্ধ অনেকটাই দূর হয়।
৫. এছাড়াও সবচেয়ে গূরুত্বপূর্ণ হল, নির্দিষ্ট সময়ের অন্তরে ফ্রিজের তাপমাত্রা ঠিক আছে কিনা সেই নজর রাখতে হবে।
ব্যাস এই কয়েকটি উপায় অবলম্বন করলেই ফ্রিজে আর দুর্গন্ধ থাকবে না।
 
			