Calcutta time : পুজোতে আমরা প্রত্যেকে কর্পূর ব্যবহার করি, জানেন কি? এই কর্পূরই আমাদের ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে। এই কর্পূর সিনামোমাম ক্যাম্পোরা নামের একটি গাছ থেকে পাওয়া যায়। এটি বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দূর করে। এটি ত্বক সম্পর্কিত সমস্যার সমাধান করতেও সহায়ক।
আপনি এটি কিভাবে ত্বকে ব্যবহার করবেন ?
ব্রণ সমস্যা দূর করতে কর্পূর ব্যবহার করবেন –
প্রথমে কর্পূরকে গুঁড়ো করে নিন, পাউডার আকারে। এবার ওই কর্পূরের গুঁড়োর সঙ্গে সামান্য অলিভ অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি ব্রণর ওপর লাগান। এটি সারা মুখে লাগানোর প্রয়োজন নেই। এই প্রতিকারটি কয়েক ট্রাই করুন, দেখবেন ব্রণর সমস্যা দূর হয়ে গেছে।
যদি অতিরিক্ত তৈলাক্ত ত্বক হয়, তাহলে এক চিমটে কর্পূরের গুঁড়োর সঙ্গে এক চামচ মুলতানি মাটি মিশিয়ে নিন। এবার তাতে অল্প পরিমাণ গোলাপ জল দিয়ে একটা পাতলা পেস্ট বানিয়ে নিন। এবার এই ফেসপ্যাকটি সারা মুখে লাগান। ১৫ মিনিট রাখার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ওপেন পোর্সের সমস্যা দূর করে। এর পাশাপাশি অতিরিক্ত সিবামকেও নিয়ন্ত্রণে রাখে।