Calcutta time : প্রতিটি ব্যক্তির জন্মের ওপর নির্ভর করে তার ভবিষ্যৎ, জ্যোতিষ শাস্ত্র মতে, আমাদের হাতের তালু সম্পর্কে এমন অনেক কথা বলা হয়েছে, যা ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে বলে।
পুরানে বলা হয়, যাদের হাতের তালু বড়ো, তাঁরা আর্থিকভাবে কম সক্ষম কিন্তু জীবনে যথেষ্ট সুখ রয়েছে। জ্যোতিষবিদদের মতে, এধরনের মানুষ ভালো ভাবে জীবনযাপন করে। সময়ের সাথে তাদের কাছ থেকে সব সুযোগ সুবিধা পাওয়া যায়। তবে, ব্যবসায় বা অফিসে কেউ গাফিলতি করলে সঙ্গে সঙ্গে তার ওপর রেগে যায়।
এছাড়াও জ্যোতিষ শাস্ত্রের মতে, যাদের ছোট হাতের তালু সেই মানুষেরা খুব সুখী জীবনযাপন করে, মন পবিত্র হয়, এই মানুষেরা ভক্তি এবং ভজন ইত্যাদি করতে ভালবাসে। বিশেষজ্ঞদের মতেও, ছোট হাতের তালুর মানুষের জীবনের সব আনন্দ থাকে। এই মানুষগুলো বেশ কৌতূহলী স্বভাবের বলে পরিচিত। যদিও নতুন কিছু শেখা তাঁদের শখ, তাঁরা নতুন কিছু শিখে তাঁদের অবসর সময়কে কাজে লাগাতে পছন্দ করেন