Calcutta time : আজ নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী, আর এই দিনেই ফের ভাটপাড়ায় তৃণমূল-বিজেপির ধস্তাধস্তি কান্ড দেখা গেল। এদিন বোমবাজির অভিযোগ উঠেছে, সাথে ইটবৃষ্টি চললো।মূলত নেতাজি মূর্তিতে মাল্যদান ঘিরে সংঘর্ষ বাঁধে।

সূত্রের খবর, এদিন অর্জুন সিং CISF-দের সাথে ধস্তাধস্তি চলল ভাটপাড়ার পুর প্রশাসক গোপাল রাউৎ-এর। আজ সকালে নেতাজির প্রতিকৃতিতে মালা দিতে আসেন গোপাল রাউৎ, আর তারপরই ঘটে এই রেষারেষি ঘটনা। অভিযোগ উঠলো গুলি চালানোর।

এক তৃণমূল কর্মী অভিযোগ করেছেন, “আমাদের চেয়ারম্যান গোপাল রাউৎ নেতাজির জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে মালা অর্পণ করবেন, কিন্তু অর্জুন সিং ও তাঁর ছেলে জোরজবরদস্তি করে এখানে এসে মালা দিচ্ছে”।  ইতিমধ্যে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here