Calcutta time : অভিনেত্রী শ্রুতি দাসের সাথে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের প্রেমের কথা প্রায় সবাই জানে, ইদানিং চুটিয়ে প্রেম করছেন এই জুটি। প্রথম থেকেই কোনোরকম লুকোচুরি না রেখে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে দেখা গেছে এই জুটিকে। তার জেরে নানারকম কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁদেরকে। সাথে মিলেছে অনুরাগীদের ভালোবাসা। তবে আর নয়, বয়সের ফারাক নিয়ে এবার মুখ খুললো অভিনেত্রী।
এই প্রথমবার পাবলিক প্লাটফর্মে বয়সের ফারাক নিয়ে মুখ খুললেন তিনি।
বলা বাহুল্য, শ্রুতির চেয়ে স্বর্ণেন্দু ১৫ বছরের বড়ো। শ্রুতির বয়স ২৫ এবং স্বর্ণেন্দুর বয়স ৪০-এর কাছাকাছি। আর সেই বিষয় নিয়েই একটি ভিডিও পোস্ট করলেন তিনি। অভিনেত্রী দু’জনের একটি ভিডিও পোস্ট করে লিখলেন, “বয়স হলো শুধুমাত্র একটা সংখ্যা, আমার গর্ব বোধ করি আমার বয়ফ্রেন্ডের বয়স প্রায় ৪০, ও আমার প্রিয় বন্ধু, বড়, কখনও আমার শিক্ষকও। সমস্ত সমালোচনার পরও আমি তোমায় ভালোবাসি।” ভিডিওতে দেখা মিলেছে দোলনায় দোল খাচ্ছেন শ্রুতি আর স্বর্ণেন্দু।