Calcutta time : বলিউড দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের ঘরে নতুন সদস্য এসেছে। হা ঠিকটাই পড়লেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুখবর দিলেন অভিনেত্রী। তিনি জানান, অনুরাগীদের সঙ্গে এই খবর ভাগ করে নিতে পেরে ‘উচ্ছ্বসিত’ প্রিয়ঙ্কা।
এদিন ইনস্টাগ্রামে পোস্ট করে প্রিয়ঙ্কা চোপড়া লেখেন “আমরা অনেক উচ্ছ্বাসের সঙ্গে নিশ্চিত করছি যে আমরা সারোগেসির মাধ্যমে এক সন্তান এনেছি। বিশেষ সময়ে শ্রদ্ধার সঙ্গে সকলের কাছ থেকে ব্যক্তিগত সময় চেয়ে নিচ্ছি কারণ এখন আমরা পরিবারে বেশি নজর দিতে চাই, অসংখ্য ধন্যবাদ।” পোস্টে ট্যাগ করেছেন সদ্য বাবা হওয়া নিক জোনাসকে।তাঁ
দের এহেন পোস্ট দেখে খুশি অনুরাগীরাও। তবে কন্যা সন্তান না পুত্র সন্তান তা এখনো জানায়নি বলি দম্পতি।