Calcutta time : আমাদের দাঁতের মধ্যে বিভিন্ন কারণে গর্ত হতে পারে। যেমন দাঁতক্ষয়, দাঁতে ব্যথা, দাঁত ভেঙে গিয়ে গর্ত হওয়া। আবার দাঁতের মধ্যে গর্ত বা ক্যাভিটি হলে তাতে ময়লা, খাদ্যকণা ইত্যাদি জমে থাকলেও সংক্রমণ হতে পারে।
দাঁতে গর্ত হলে ঠিক করার উপায় কি ?
দাঁতের গর্তের প্রধান কারণ হল দাঁতক্ষয় ও ডেন্টাল ক্যারিজ, ডেন্টাল ক্যারিজ প্রাথমিক অবস্থায় খুবই ছোট কালো গর্তের মতো দেখায়। এ অবস্থায় কোনো ব্যথা বা অসুবিধা না থাকায় রোগীরা এবং শিশুরাও বুঝতে পারে না যে গর্ত তৈরি হচ্ছে। তবে দাঁত ভেঙে গেলে বেশিরভাগ ক্ষেত্রে রোগী সেটা বুঝতে পারে।
চিকিৎসা কীভাবে করবেন ?
দাঁতে গর্ত হয়েছে বোঝা গেলেই জায়গাটা ভর্তি করা উচিত। কারণ ডেন্টাল ক্যারিজ যদি আসতে আসতে ডেন্টিন থেকে আরও গভীরে অর্থাৎ পাল্প চেম্বার পর্যন্ত চলে যায়, তবে ব্যথার তীব্রতা বেড়ে যায়। চিকিৎসাব্যবস্থাও জটিল হয়ে পড়ে। ভাঙা দাঁতকে আজকাল ফিলিং ম্যাটেরিয়াল বা লাইট কিউর দিয়ে সুন্দরভাবে পূরণ করা যায়, যা দেখতে অবিকল স্বাভাবিক রঙের হয়।
এর জন্য ৫টি উপায় আছে –
১) সঠিক নিয়মে প্রতিদিন দুই বেলা দাঁত ব্রাশ করা
২) চিনিযুক্ত পানীয় বা আঠালো খাবার, অম্লযুক্ত খাবার, কফি ইত্যাদি এড়িয়ে চলা বা খাওয়ার পর কুলি করে মুখ ধুয়ে ফেলা।
৩) শুধু ব্রাশ নয়, সুতা বা ফ্লস দিয়ে দাঁতের ফাঁক পরিষ্কার করা
৪) ধূমপান বর্জন করা
৫) নিয়মিত দাঁত পরীক্ষা করা