Calcutta time : এবার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য অর্থ উপার্জনের সুযোগ করে দিল মেটার নিজস্ব প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। সাবস্ক্রিপশন ফিচারের মাধ্যমে এবার থেকে নিজেদের কনটেন্ট মনিটাইজ করার সুযোগ পেয়ে যাবেন ক্রিয়েটররা, এই নতুন ফিচারে ইনস্টাগ্রাম ইউজারদের তাঁদের পছন্দের ক্রিয়েটরের  কনটেন্ট দেখতে সাবস্ক্রাইব করতে হবে, সেই কনটেন্ট কোনও লাইভ স্টোরিজ় কিংবা অন্য কোনো জিনিস হতে পারে।

সংস্থার তরফ থেকে বলা হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই  আরও একটা বড় সংখ্যক কনটেন্ট ক্রিয়েটরের কাছে পৌঁছে দেওয়া হবে

ইনস্টাগ্রামে পছন্দের ক্রিয়েটরের কনটেন্ট যাঁরা দেখবেন, তাঁদের সেই এক্সক্লুসিভ কনটেন্টের জন্য অর্থ ব্যয় করতে হবে। এর ফলে সেই ইউজাররা সাবস্ক্রাইবার-অনলি লাইভস অ্যান্ড স্টোরিজ়-এর অ্যাকসেস পেয়ে যাবেন, পাশাপাশি তাঁরা যে কোনও কনটেন্ট ক্রিয়েটরের সাবস্ক্রাইবার, সেই বিষয়টি বোঝানোর জন্য থাকবে একটি পার্পল ব্যাজ।

মেটা-র নিজস্ব ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রামই যে প্রথম এমন সাবস্ক্রিপশন ফিচার নিয়ে আসছে তা একদমই না। প্রতিযোগী মাইক্রোব্লগিং সাইট ট্যুইটারের কাছেও রয়েছে এমন একটি ফিচার, যার নাম সুপার ফলো। এই ফিচারে ট্যুইটার ব্যবহারকারীরা পছন্দের ক্রিয়েটরের কনটেন্ট দেখতে প্রতি মাসে ২.৯৯ মার্কিন ডলার থেকে ৯.৯৯ মার্কিন ডলার খরচ করে থাকেন, ফেসবুকেও একটা সময় এই সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে আসা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here