Calcutta time : কিছু মাস ধরেই অভিনেত্রী নুসরত জাহানকে নিয়ে শোরগোল বেঁধেছে, সিনেমার থেকে ব্যক্তিগত জীবন নিয়ে বারবার ভাইরাল হচ্ছেন। কিন্তু তাতে কি! সবার মুখে জবাব দিয়ে, তুড়ি মেরে নিজের মতো করে সন্তানকে নিয়ে যশের সাথে সংসার করছেন অভিনেত্রী।

তবে এবার কিছুটা না থাকতে পেরে স্বামী, সন্তান নিয়ে মুখ খুললেন তিনি। কিছুদিন পরই নুসরতের ছবি ‘স্বস্তিক সংকেত’ মুক্তি পাবে। আর সেই ছবির দুই চরিত্র প্রিয়ম ও রুদ্রানী। প্রিয়ম ও রুদ্রানীর রসায়নও মনে ধরেছে নুসরতের। তাহলে বাস্তবজীবনে তাঁর আর যশের রসায়নও এরকমই ব্যালেন্সিং? এই প্রশ্নের উত্তরে  নুসরত সাফ জানায় “আমার এটা আলাদা করে বলতে অদ্ভুতই লাগে। আমি জানি না মানুষের এটাকে ঘিরে এত প্রশ্ন কেন? সবাই সব জানে আবার কেউ কিছু জানে না, আমরা একটা ব্যক্তিগত জীবন চাই। ছাদের মাথায় চিৎকার করে সব বলি না বলেই এত প্রশ্ন আমাকে করা হয় আমার একটাই উত্তর আমরা ভালো আছি”।

এছাড়াও অভিনেত্রী জানায় ” মানুষের জীবনে কিছু আদর্শ থাকে আমরা আমাদের সম্পর্ক ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নিয়েছি, পাবলিক ফিগার হয়ে আমরা সবসময় মানুষের নজরবন্দি, সেখানে কী আমি আমার নিজস্বত্ত্বা হারিয়ে ফেলছি! এটা ভাবার প্রযোজন। আমার নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আমি বলবো কি বলবো না, এটা আমার বাকস্বাধীনতা। সেখানে মানুষের প্রচুর বক্তব্য। আমি বিতর্ক করিনি। মানুষ আমাকে বিতর্কে জড়িয়েছে। অনেক ছোটবেলা থেকেই আমাকে ‘বিতর্কিত’ ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে। বারবার এটা নিয়ে ব্যবসাও হয়েছে। আমি মানছি যেকোনও জিনিস বিক্রি করতে হতে হলে তাতে মশলা প্রয়োজন। আমায় যদি কেউ বলে আমি বিক্রয়যোগ্য সেটা আমার কাছে গর্বের। কিন্তু কোথাও  গিয়ে যখন সেটা ভীষণ ব্যক্তিগত হয়ে যায় তখন থামতে হয়। এই জার্নালিজমটা সবাই ফলো করেন না”।

নায়িকা বলেন “আগে দুঃখ পেতাম, এখন আর পাই না কিন্তু আমি তো রক্ত মাংসের মানুষ। আমি ১০০টা ভুল করেছি, ভুল থেকে শিক্ষা নিয়েছি, আবার নতুন ভুল করেছি।  আমি কখনও মিথ্যে কথা বলিনি, আমি কিছু লুকোয়নি। “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here