Calcutta time : এই চার রাশির জাতককে আগামী ৩৪ দিন শনিদেবের জন্য সর্তক থাকতে হবে।

জানা গেছে ২৪শে জানুয়ারি শনিদেব অস্ত যাচ্ছেন এবং ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত এমনই থাকবেন। এই গ্রহের এক মাত্র আকর্ষণ কেন্দ্র হল শনিবার। যে কারণে জ্যোতিষবিদদের এর উপর নজর থাকে। এই ২৪শে জানুয়ারি থেকে ২৮শে ফেব্রুয়ারি মোট ৩৪দিনের সময়সীমা ধরে এটি চলবে। শনির এই অস্ত যাওয়া প্রতিটি রাশির মানুষকে প্রভাবিত করবে, শনির এই অস্ত কাল চুরাশির অসুবিধাও বাড়বে এবং কিছু রাশি অনুকূল থাকবে।

দেখে নিন কোন কোন রাশির মানুষকে সাবধানে থাকতে হবে

জ্যোতিষবিদ্যা বলে, এসময় কন্যা রাশিকে সাবধানে থাকতে হবে, কন্যা রাশির মানুষের অনেক চ্যালেঞ্জের সম্মুখিন হতে পারে। সমস্যা আসতে পারে অর্থ উপার্জনের ক্ষেত্রে। মানসিক দুশ্চিন্তার পাশাপাশি শরীরের অসুস্থতাও বাড়তে দেখা যেতে পারে।

এই সময়-পর্বে শনি কর্কট রাশির সপ্তম ঘরে অবস্থিত থাকবেন, ফলে কর্কট রাশির জাতক যাঁরা চাকরিজীবী তাঁদের কর্মক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আসবে।

এছাড়াও, মিথুন রাশির জাতকদের যে কোনও কাজ সম্পন্ন করতে ক্ষেত্রে বাধার সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকছে। কাজের জায়গায় তেও কঠিন চ্যালেঞ্জ থাকবে। অফিসে কাজের চাপ খুব বেশি হতে চলেছে। অর্থহানির আশঙ্কা রয়েছে।

এই সময় তুলা রাশিরও মিশ্রফল। জীবনের স্বস্তি কমবে। কর্মক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিরা কাজে সন্তুষ্টি পাবেন না, সহকর্মীদের কাছ থেকে বাধার সম্মুখীন হবেন। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের এই সময়ে নানা আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here