Calcutta time : ভবিষ্যৎ-এর দুনিয়া কেমন হতে চলেছে? এই পরিস্থিতিতে মানুষ আর কতটা যন্ত্র নির্ভর হতে চলেছে, এমনই গল্প নিয়ে আসতে চলেছে ছবি ‘টিকি ল্যান্ড’। বৃহস্পতিবার এই ছবির মোশন পোস্টারটি মুক্তি পেল নেট মাধ্যমে।

করোনা মহামারীর কারণে মানুষ এখন ডিজিটাল জীবনকেই বেছে নিতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতি ঠিক কোনদিকে যেতে চলেছে, নতুন প্রজন্মকে এই বিষয়কে মাথায় রেখেই ফিউচারিসটিক বাংলা ছবির পরিকল্পনা করেছেন পরিচালক অভিষেক চৌধুরী।

উল্লেখ্য, টিকি ল্যান্ড ‘ ২০৩০ সালের প্রেক্ষাপটে গল্প বলছে। একজন স্ট্রাগলার অভিনেতার জীবনের মাধ্যমের সময়কে ভাবার চেষ্টা করেছেন পরিচালক, যেখানে রিয়েলিটি ও বাস্তবকে গুলিয়ে ফেলেছে সকলে। মোবাইলের ব্যবহার কীভাবে শারিরিক দিক থেকে সমস্যা তৈরি করবে ভবিষ্যতে, কী পরিনতি হতে পারে পরবর্তীকালে এই বিষয়গুলি দেখা যাবে এই ছবিতে।

এই ছবিটি মুক্তি পাবে শুধুমাত্র ওয়েব প্ল্যাটফর্মে। ফিউচারিসটিক সিনেমা হওয়ার কারণে ছবিতে ভিএফএক্স এর অনেক ব্যবহার রয়েছে। বলা যেতে পারে, পুরো ছবিটা শ্যুট হয়েছে সিজিতে, এই বিষয়টি তত্ত্বাবধানে ছিলেন শুভায়ন চন্দ।

ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দেবতনু, ঋ সেন, শুভস্মিতা মুখোপাধ্যায় প্রমুখরা, বাংলায় প্রথম ফিউচারিসটিক ছবি হতে চলেছে এই ‘টিকি ল্যান্ড’।

এবার দেখার পালা ছবিটি দর্শকদের মন কারে কিনা,  আপাতত কিন্তু ছবির মোশন পোস্টার দর্শকদের নজর কেড়ে ফেলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here