Calcutta time :  কিছু দিন আগেই গঙ্গাসাগর কমিটি থেকে বাদ গেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অন্যদিকে আবার সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি শুক্রবার গঙ্গাপুজোর অনুষ্ঠানে গিয়ে ফের রাজ্যকে নিশানা করলেন অধিকারী পুত্র।

গঙ্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে শুভেন্দু বলেন “কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে সরকার খেলা-মেলা সবই চালাচ্ছে, ওরা খারাপ করল। ওরা নিয়ম ভাঙল মানে এই নয়, যে আমরাও তাই করব ওরা করোনা চাষ করে”।

ইতিমধ্যে গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, মেলায় কোনওভাবেই কোভিড বিধি ভেঙে জমায়েত চলছে না সমস্ত নিয়ম মেনেই মেলা চলছে। আরটিপিসিআর পরীক্ষা, টিকাকরণ-সহ সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে তাই সংক্রমণের আশঙ্কা অনেক কম এমনটাই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এছাড়াও শুক্রবার মেলায় দেখা গিয়েছে, অনেক পুণ্যার্থী মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন একসঙ্গে মিলে স্নানও করছেন একাধিক।

গঙ্গাসাগর মেলা কমিটির থেকে বাদ পড়ার পর, রাজ্য সরকারকে নিশানা করে শুভেন্দু বলেছিলেন, “রাজ্য সরকার বিজেপি-কে ভয় পায়, বিরোধী দলনেতাকে ভয় পায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গল পয়েন্ট অ্যাজেন্ডা হল বিরোধী দলনেতাকে আটকাও।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here