Calcutta time : পাঞ্জাবের বিধানসভা ভোটের দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে, যা নিয়ে জোর কদমে প্রচার চলছে  আম আদমি পার্টি বা আপ (AAP)-এর, তবে অরবিন্দ কেজরীবাল দলে মুখ্যমন্ত্রীর মুখ কে, তা নিয়ে নানা জায়গায় উঠছে প্রশ্ন, এ নিয়ে চমকের সাথে কেজরীবাল জানিয়ে দিলেন জনতার মুখ্যমন্ত্রী বেছে নেবেন জনতাই

এছাড়াও তিনি ঘোষণা করেন, পাঞ্জাবের তিন কোটি মানুষই ঠিক করবেন তাঁদের মুখ্যমন্ত্রী কে হবে, তার জন্য 70748 70748 ফোন নম্বরটি লঞ্চ করেন তিনি এই নম্বরে ফোন করে ভোটার তাঁর পছন্দের নামটি জানাতে পারবেন যদিও নম্বরটি ঘোষণার পরই তা ‘জ্যাম’ হয়ে যায়, আপের টুইটার হ্যান্ডেলে এ বিষয়ে জানানো হয়েছে

আপ সুপ্রিমো ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানান, আগামী ১৭ জানুয়ারি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করবে তাঁর দল, সেই নাম ঠিক হবে জনতার নির্দেশকে সামনে রেখেই অর্থাৎ টেলি ভোটিংয়েই ঠিক হবে আপ ক্ষমতায় এলে কে হবেন মুখ্যমন্ত্রী, এই প্রথমবার কোনও দল জনতার হাতেই ছেড়ে দিয়েছে তাঁদের মুখ্যমন্ত্রী বাছাইয়ের অধিকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here