Calcutta time : দিনের পর দিন করোনার মাত্রা বেড়ে চলেছে সাথে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্ৰণও, এরই মধ্যে দেশজুড়ে করোনা সংক্রমণ নিয়ে যখন  চিকিৎসকদের মধ্যে উদ্বেগ বাড়ছে ঠিক সেই সময় করোনা রোগীদের চিকিৎসায় দুটি নতুন ওষুধ ব্যবহারের সুপারিশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ‘এখন থেকে গুরুতর বা সংকটজনক করোনা রোগীদের চিকিৎসায় রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসার জন্য ব্যবহৃত বারিসিটিনিব ব্যবহার করা যাবে, পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে তুলনামূলকভাবে স্থিতিশীল বা কম সংক্রমিত করোনা রোগীর ক্ষেত্রে সোট্রোভিমাব ব্যবহার করা যাবে

কিছুদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছিল সামনেই বসন্তকাল আসছে, এই সময়ে করোনার পাশাপাশি বিভিন্ন শ্বাস প্রশ্বাস জনিত রোগের প্রকোপ বাড়ার সম্ভাবনা প্রবল, এই ঘোষণার পরই নতুন দুটি ওষুধের সুপারিশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে চিকিৎসক মহলের অনেকেই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি স্বাস্থ্য বিভাগের আধিকারিক মারিয়া ভ্যান কেরখোভ এই সাংবাদিক বৈঠকে আগেই জানিয়েছিলেন জন মিশ্রনের কারণে বসন্তের সময় ইনফ্লুয়েঞ্জার মত রোগও বৃদ্ধি পেতে পারে

প্রসঙ্গত সারা বিশ্বে এখনও অনেকে টিকা নেননি তাই ভাইরাসকে খোলাখুলিভাবে ছড়িয়ে পড়া থেকে প্রতিরোধ করতে হবে, হু প্রধান জানান আফ্রিকাতে এখনও ৮৫ শতাংশ মানুষের করোনা টিকার প্রথম ডোজ নেওয়া বাকি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানা গিয়েছিল করোনা সংক্রমণের কারণে যেসব রোগীদের হাসপাতালে ভর্তি করতে হচ্ছে তাদের অনেকেরই করোনা টিকাকরণ হয়নি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here