News Desk : নেট দুনিয়া তথা সোশ্যাল-মিডিয়ায়- ভাইরাল crazy icecream man, çılgın dondurmacı জানেন কি কোথায় থাকে ? কি ভাবে ভাইরাল হলো কত টাকা পয়সা, কি ভাবে vairal হলো
তুরস্ক বা তুর্কি ঐতিহ্যে ভরপুর একটি দেশ মুসলিম সম্প্রদায়ের দেশ এটি, তুরস্কের সবথেকে অন্যতম ঐতিহ্যবাহী শহর আন্তালিয়া, পৃথিবীর পর্যটকেরা বর্তমানে তুরস্কে ভিড় জমাতে শুরু করেছে এবং যারা তুরস্কে যায় তারা এই অন্যতম আকর্ষণীয় স্থান যেতে রয়েছে সেখানে একবার হলে যাবেই, সেই জায়গাতেই দোকান রয়েছে ক্রেজি আইসক্রিম বিক্রেতার, তার নাম মেহেমুদ ডিংক । তবে এই নামে তাকে কেউ চিনে না তাকে সকলে জানে cilguin dondurmaci নামে যার অর্থ ক্রেজি আইসক্রিম ম্যান।
মেহমুদ জন্ম তুরস্কের হাতায়া প্রদেশ, তার জন্ম 1982 সালে, প্রথমেই কিন্তু তিনি স্ক্রিমের দোকান খোলেন নি । প্রথমে যখন 18 বছর বয়স তিনি একটি বেসরকারি নির্মাণ সংস্থায় কাজ করতেন, এবং পরবর্তীকালে তিনি একটি বেকারিতে কাজ করতেন। বহু পরে তিনি আইসক্রিমের দোকান খুলে ছিলেন 2005 সালে, কিন্তু সেইভাবে দোকান চলে নি, কিভাবে দোকানে সেল বাড়ানো যায় সেই চিন্তাতেই তিনি নতুন কিছুই আবিষ্কার করে বসলেন, আর সেটার জন্যই আজকে তিনি গোটা নেট দুনিয়ায় ভাইরাল ‘ নাচের তালে আইসক্রিম বিক্রি ‘ এখানে আসা প্রত্যেক পর্যটক এর আইসক্রিম কেনা মূল উদ্দেশ্য থাকে না মূল উদ্দেশ্য থাকে মেহেমুদের সাথে একটি সেলফি তোলা।
ক্রেজি আইসক্রিম ম্যান মাহমুদের গান ও স্টাইল জনপ্রিয়তা লাভ করেছে গোটা বিশ্বে, তারা গান ছড়িয়েছে প্রত্যেকটি দেশের লোকে এখন বিরিয়ানি চা বিক্রি করছে তার গানের সাথে সাথে । নিচে গিয়ে আইসক্রিম বিক্রি করার কায়দা দেখে মুগ্ধ নেটিজেন, তার দোকানের ক্রেতা এবং দর্শকরা উপভোগ করছেন বিষয়টি ।
তার বর্তমান ইউটিউব চ্যানেলের সংখ্যা চারটি, সবথেকে বড় ইউটিউব চ্যানেলে 18 মিলিয়ন প্লাস ভিউ রয়েছে শুধু ইউটিউব নয় ইনস্টাগ্রামে 1.2 মিলিয়ন এর কাছে ফলোয়ার টিকটক 16 মিলিয়নের মতো ফলোয়ার