Calcutta time : দিনের পর দিন করোনার প্রভাব বাড়ছে বই কমছে না, এবার করোনা থাবা বসিয়েছে সৌরভ গাঙ্গুলির পরিবারে, BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলির মেয়ে   সানা গাঙ্গুলি, মঙ্গলবার রাতে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে, বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন সৌরভকন্যা এখন অবস্থা স্থিতিশীল

এছাড়াও বাংলার ‘মহারাজ’-এর পরিবারের আরও কয়েকজন সদস্য করোনা আক্রান্ত, সৌরভ গাঙ্গুলির কাকা, খুড়তুতো ভাই তাঁর স্ত্রীরও কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে, সংক্রামিত হয়েছেন BCCI সভাপতির আপ্ত সহায়কও

উল্লেখ্য কিছুদিন আগেই করোনা আক্রান্ত হন খোদ সৌরভ গাঙ্গুলি, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হন তিনি ডক্টর সরোজ মণ্ডল, ডক্টর সপ্তর্ষি বসু ও ডক্টর সৌতিক পাণ্ডা তাঁর চিকিৎসা করছিলেন, হাসপাতাল সূত্রে জানা যায় মহারাজের ভাইরাল লোড ১৯.৫ ছিল তাঁর মোনোক্রোনাল অ্যান্টিবডি থেরাপি হয় তাঁকে অ্যান্টিবডি ককটেল নামক ইঞ্জেকশন দেওয়া হয়, জ্বর-শ্বাসকষ্ট ছিল না কোভিডের কারণে শরীরে তেমন কোনও জটিলতাও ছিল নাউ

প্রসঙ্গত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথনি বলেন “বিশ্বজুড়ে হঠাৎ করে এই সংক্রমণ বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে, কারণ টিকা অনেকেই টিকা দেননি এবং যারা এখনো টিকা নিয়েছে সকলেই প্রায় করোণা আক্রান্ত হচ্ছেন, তবে কোনো দেশে করোনা আক্রান্তদের সংক্রমণ গুরুতর ধারণা করা একটি কার্যকর বলে মনে করা হচ্ছে এখনো এবিষয়ে অনেক তথ্য জানা বাকি তবে এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগাগোড়াই উদ্বেগ প্রকাশ করেছে”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here