Calcutta time : শহরের ২৫টি জায়গাকে মাইক্রো কনটেন্টমেন্ট জোন হিসেবে চিহ্নিত করল কলকাতা পুরসভা, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে ৩ জায়গায় চালু হতে চলেছে সেফ হোম

কলকাতায় কোথায় কোথায় হবে কনটেন্টমেন্ট জোন? এদিন ডেপুটি মেয়র অতীন ঘোষের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয় পুরসভায়, বৈঠকের পর মেয়র ফিরহাদ হাকিম জানান ‘শহরের ২৫ জায়গায় সেখানে ৪-৫ জনের বেশির আক্রান্ত সেখানে মাইক্রো কনটেন্টমেন্ট জোন করা হবে, বেশ কিছু ফ্ল্যাট আছে সেখানেও আমরা মাইক্রো কনটেন্টমেন্ট জোন করছি সেখানে কিন্তু আমাদের নজর থাকবে, ফ্ল্যাট থেকে কেউ বেরোচ্ছেন কিনা লিফটে স্যানিটাইজেশন করা হচ্ছে কিনা’

এছাড়াও এদিন মেয়র জানিয়েছেন ‘আইআইএম কলকাতার হস্টেলগুলিতে সংক্রমণ ছড়াচ্ছে তাঁদের বলা হচ্ছে আইসোলেশন করে যদি হস্টেলে ভিতরে যদি আলাদা থাকার ব্যবস্থা করে দেয়, তাহলে সাধারণ ছাত্ররা আক্রান্ত হবে না প্রত্যেকটি বাজার ও জনবহুল রাস্তায় স্যানিটাইড করা হবে, মাইকিং হবে বাজার কমিটিকে বলেছি ‘নো মাস্ক নো সেল’ লিখতে অর্থাৎ মাস্ক না পরলে কেনাকাটা করা যাবে না’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here