Calcutta time : ফের আংশিক লকডাউন হতে চলেছে রাজ্যে, জারি হতে পারে বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ, বন্ধ হতে পারে রাজ্যের মেলাগুলিও, সূত্রের খবর আগামী ৩রা জানুয়ারি থেকে এই বিধিনিষেধ আরোপ হওয়ার সম্ভাবনা রয়েছে, শনিবার করোনা বাড়ায় আপাতত সব মামলা ভার্চুয়ালি হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি, শুধু কলকাতা হাইকোর্ট নয় রাজ্যের সমস্ত জেলার আদালতের জন্যই এই নির্দেশিকা জারি করা হয়েছে

উল্লেখ্য ১লা জানুয়ারি থেকে ৭ই জানুয়ারি পর্যন্ত ‘স্টুডেন্টস উইক’ ঘোষণা করেছে রাজ্যে সরকার, তারই অঙ্গ হিসেবে ৩রা জানুয়ারি নেতাজি ইন্ডোরে এক কর্মসূচির আয়োজন করা হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও থাকার কথা ছিল পরিবর্তিত পরিস্থিতিতে সেই কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনুষ্ঠান বাতিল করা হয়েছে, তাহলে কি ফের আংশিক লকডাউনের পথে হাঁটার কথা ভাবছে রাজ্য সরকার?

রাজ্য সরকার আপাতত দুয়ারে সরকার কর্মসূচিও স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে, এই দুয়ারে সরকার থেকে ২৪টি প্রকল্পের সুবিধা পাওয়ার কথা ছিল রাজ্যবাসীর, কিন্তু যে হারে করোনা সংক্রমণ বাড়ছে তা এই মুহূর্তে এই ধরনের শিবির শুধু মারাত্মক নয় প্রাণঘাতীও হয়ে উঠতে পারে বলেই মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের

কী কী বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে-

বন্ধ হতে পারে স্কুল, কলেজ

বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বার, রেস্তোরাঁ, সিনেমা হল

কমানো হতে পারে লোকাল ট্রেনের সংখ্যা

নিষেধাজ্ঞা জারি হতে পারে রাজ্যের মেলাগুলিতে

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here