Calcutta time : ইতিমধ্যে ঘোষণা হয়েছে বিজেপির রাজ্য কমিটি, সেখানে দেখা গেছে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও সম্পাদক সঙ্ঘমিত্রা চৌধুরী, সৌমিত্র খাঁ-র নাম নেই

আর এরপরই বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন রাজ্য কমিটির তালিকা আসার পরই সায়ন্তন বসু সেই গ্রুপ ছেড়ে বেরিয়ে যান, বিজেপি সূত্রের এমনটাই খবর এবিষয়ে সায়ন্তন বসু জানিয়েছেন, “এটাই তো স্বাভাবিক রাজ্য কমিটিতে না থাকলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকাটা তো নৈতিক নয়, তাই ওই গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছি”

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য কমিটির নতুন তালিকা প্রকাশিত হওয়ার পর একটি টুইট করেন সায়ন্তন বসু, তিনি লেখেন “আমি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের প্রতিও আমি কৃতজ্ঞ, শেষ ছয় বছর ধরে আমি দলের প্রতি যে দায়িত্ব পালন করে, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ, আমি আশা করছি আগামী দিনে নতুন টিম দলকে নতুন জায়গায় পৌঁছে দেব”

বিজেপি-র নতুন রাজ্য কমিটিতে নাম নেই দীর্ঘ দিন রাজ্য সাধারণ সম্পাদক পদে থাকা সায়ন্তন বসুর- বিষয়টি দলের নেতাদেরও চমকে দিয়েছে, সঙ্গে চমকেছে প্রতিপক্ষও, বুধবার রাতেই বিধাননগরে তাঁর বাড়িতে যান তৃণমূলের কয়েক জন নেতা, সূত্রের খবর তাঁদের মধ্যে এক জন তৃণমূলের বর্তমান বিধায়ক এবং এক জন প্রাক্তন বিধায়ক ছিলেন, তা হলে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন সায়ন্তন?

এদিকে নতুন রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন অগ্নিমিত্রা পাল, তিনি থাকছেন রাজ্য কমিটির সাধারণ সম্পাদকের পদে, এতদিন দলের মহিলা মোর্চার সভাপতি ছিলেন অগ্নিমিত্রা পাল, তাঁর জায়গায় এবার দলের রাজ্য মহিলা মোর্চার নতুন সভাপতি হচ্ছেন তনুজা চক্রবর্তী

বিজেপির নতুন রাজ্য কমিটিতে সহ সভাপতি থাকছেন ১১ জন, দলের নতুন রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মণ এবং জগন্নাথ চট্টোপাধ্যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here