Calcutta time : এবার রাজ্যের প্রধান শিক্ষকদের জন্য শিক্ষা দফতরের অভিনব উদ্যোগ, তাঁদের জন্য এবার ম্যানেজমেন্ট শিক্ষার ব্যবস্থা করল স্কুল শিক্ষা দফতর, আইআইএম জোকাতে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে
উল্লেখ্য, প্রাথমিকভাবে রাজ্যের ১৩৩৯টি স্কুলের প্রধান শিক্ষকদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, তাঁদের স্কুল পরিচালনার শিক্ষা দেওয়া হবে, একটা স্কুল চালাতে গেলে কোনও কোনও বিষয় মাথায় রাখা উচিত, কোনও সমস্যা হলে তা দক্ষতার সঙ্গে কীভাবে মোকাবিলা করতে হবে, দ্রুত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য কী করতে হবে, সমস্ত বিষয়ে প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে, এই প্রথম স্কুল স্তরে এই ধরনের ম্যানেজমেন্ট শিক্ষার ব্যবস্থা করল রাজ্য সরকার
ইতিমধ্যে প্রাথমিক শিক্ষায় দেশের মধ্যে শীর্ষে বাংলা, প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিলের রিপোর্টে রাজ্যকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৫টি মানদণ্ডের নিরিখে এই মূল্যায়ণ করা হয়েছে, সেখানেই ফাউন্ডেশনাল লিটারেসি ও নিউমেরেসি সূচকে শীর্ষ স্থান দখল করেছে বাংলা, এবার স্কুল শিক্ষা দফতরের আরও এক অভিনব পদক্ষেপ