Calcutta time : আজ অর্থাৎমঙ্গলবার দলের সব সাংসদদের সঙ্গে আজ দিল্লিতে বৈঠকে বসেছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড, সংসদের শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলিতে দলের গতিপ্রকৃতি কী হবে তার একটি নীল নকশা তৈরি হয় বৈঠকে, সেই মতো দলের সব সাংসদদের উপস্থিত থাকতে বলা হয়েছিল, এরপরেও যাঁরা আজকের বৈঠকে হাজির ছিলেন না তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে দল

জানা গিয়েছে, যে সাংসদরা বৈঠকে উপস্থিত ছিলেন না তাঁদের উপযুক্ত কারণ দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে, উল্লেখ্য অনুপস্থিত সাংসদদের তালিকায় রয়েছেন তৃণমূলের দুই তারকা সাংসদ মিমি চক্রবর্তী  এবং নুসরত জাহান, বৈঠকে অনুপস্থিত থাকার জন্য এবার তাঁদের হাতেই শোকজ নোটিশ ধরাতে চলেছে তৃণমূল

তৃণমূলের সংসদীয় রণকৌশল আগামী কয়েকদিন কোন পথে আবর্তিত হবে তা নিয়েই ছিল আজকের বৈঠক, বিশেষ করে কংগ্রেসের সঙ্গে সম্পর্কে যে ফাটল তৈরি হয়েছে, তারপর আগামী দিনে তৃণমূলের সংসদীয় রাজনীতির গতিপ্রকৃতি কীরকম হবে, তা নিয়েই আজকের বৈঠক ছিল, কিন্তু এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকতে দেখা যায়নি দুই অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী এবং নুসরত জাহানকে আর সাংসদদের এ হেন গরহাজিরা মোটেই ভাল ভাবে দেখছে না তৃণমূল নেতৃত্ব, বৈঠক শেষ হতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনুপস্থিতির কারণ দেখানোর জন্য নোটিশ পাঠানো হবে সাংসদদের

প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূল শিবিরে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট ঘনিষ্ঠ দুই তারকা সাংসদ, তবে গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকে অনুপস্থিতির জন্য এবার তাঁদেরকেও শোকজ় নোটিশ ধরানো হচ্ছে, এছাড়াও একটি বার্তা তৃণমূল দলের সব স্তরের নেতা ও কর্মীদের দিয়ে রাখতে চাইছে কাউকেই রেয়াত নয়, বিশেষ করে দল যখন জাতীয় রাজনীতিতে নিজের আধিপত্য বিস্তারের পথে হাঁটছে, তখন এই ধরনের মনোভাব যে কখনোই বরদাস্ত নয়, সেই কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে তৃণমূলের এই পদক্ষেপে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here