Calcutta time : তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে এবার শিল্পকে টার্গেটের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেই লক্ষ্যপূরণেই এবার বড় পদক্ষেপ নিলেন তিনি, এই প্রথমবার জেলায় জেলায় সিনার্জি করতে চলেছে রাজ্য সরকার
৭ই ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে ১৮ই ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত জেলায় সরকারের উদ্য়োগে হবে এই সিনার্জি, মোট ১১টি সিনার্জি হবে, পর্যটন, লেদার, ফুড প্রসেসিং-সহ আর কোন কোন ক্ষেত্রে রাজ্যে বিনিয়োগের সুযোগ রয়েছে, সিনার্জির মাধ্যমে শিল্পপতিদের কাছে তা তুলে ধরা হবে
সিনার্জি ক্য়ালেন্ডার ২০২১
১) উত্তর ২৪ পরগনা -৭ ডিসেম্বর
২) হাওড়া – ১৪ ডিসেম্বর
৩) পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া -২২ ডিসেম্বর
৪) নদিয়া, পূর্ব বর্ধমান -২৮ ডিসেম্বর
৫) হুগলি -৭ জানুয়ারি
৬) বীরভূম, মুর্শিদাবাদ – ২০ জানুয়ারি
৭) দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা – ২৮ জানুয়ারি
৮) পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম – ৪ ফেব্রুয়ারি
৯) জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার – ১০ ফেব্রুয়ারি
১০) দার্জিলিং ও কালিম্পং – ১১ ফেব্রুয়ারি
১১) মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর – ১৮ ফেব্রুয়ারি