মাত্র ৬ হাজারে স্মার্টফোন নিয়ে হাজির হল Samsung। ফের ভারতের বিপুল সংখ্যক মধ্যবিত্তর নাগাল পেতে সস্তায় স্মার্টফোন তৈরি করছে দক্ষিণ কোরিয়ার মোবাইল প্রস্তুতকারী এই সংস্থা। তেমনই একটি সস্তা স্মার্টফোন লঞ্চ হল ভারতে, Samsung Galaxy J2 Core 2020।

এর আগে ২০১৮ সালে ভারতের বাজারে লঞ্চ করে Galaxy J2 Core। এর ঠিক দু’বছর পর একই ডিজাইনে, বেশ কিছু নতু ফিচারের সঙ্গে ভারতের বাজারে ফিরল Galaxy J2 Core 2020। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন আর দাম…

১) এই ফোনে রয়েছে Android 8.1 Oreo (Go Edition) অপারেটিং সিস্টেম সঙ্গে 1.4GHz কোয়াড-কোর প্রসেসর।

২) Galaxy J2 Core 2020-এ রয়েছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে।

৩) এই ফোনে রয়েছে ১ জিবি RAM আর ১৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ।

৪) Samsung Galaxy J2 Core 2020-এ রয়েছে একটি ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এছাড়াও রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

৫) এই ফোনে রয়েছে ২,৬০০ mAh ব্যাটারি। সংস্থার দাবি, এক চার্জে এই ফোনে টানা ২২ ঘণ্টা টকটাইম দেবে আর ১২ ঘণ্টা ভিডিও দেখা যাবে।

৬) নীল, কালো আর সোনালি রঙে পাওয়া যাবে Galaxy J2 Core 2020।

৭) এই ফোনের দাম ৬,২৯৯ টাকা। অনলাইনে বুক করা যাবে এই ফোন। লকডাউন উঠলেই ডেলিভারি শুরু হয়ে যাবে এই ফোনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here