Calcutta time : ত্রিপুরা ভোটের পর এবার পুরসভা ভোট নিয়ে মুখ খুললেন মদন মিত্র কামারহাটির বিধায়ক মদন মিত্র,  এবার তিনি নিউটনের তৃতীয় সূত্র দিয়ে হুঁশিয়ারি দিলেন বিরোধিদের

এদিন ডানকুনিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান মদন মিত্র, নিজ ভঙ্গিতে ত্রিপুরার শাসকদল তথা এ রাজ্যের বিরোধী দলকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন তিনি, সেখানে ত্রিপুরা পুরভোট নিয়ে তিনি বলেন “ত্রিপুরা ছোট খেলা, সেখানে টেস্ট হয়ে গেল বড় খেলা বাকি রয়েছে” তাঁর মুখে শোনা যায় নিউটনের তৃতীয় সূত্র

এছাড়াও কামারহাটির বিধায়ক বলেন “ত্রিপুরায় এজেন্ট বসতে দেবে, ভোট করতে দেবে এরকম তো তৃণমূল ভাবেওনি, কিন্তু সব ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, আজকে ত্রিপুরায় যেটা হল আমি নিশ্চয়ই বলব না অন্য কিছু সামনেই কলকাতা পুরসভা ভোট”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here