Calcutta time : এবার নিত্যযাত্রীদের জন্য রয়েছে সুখবর, দীর্ঘদিন বাদে কলকাতা মেট্রোয় ফিরছে টোকেনের ব্যবহার, স্মার্টকার্ডের পাশাপাশি এবার মেট্রোতে টোকেনও ব্যবহার করতে পারবেন যাত্রীরা, ২৫ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকে ফিরছে টোকেনের ব্যবহার

যদিও কলকাতা মেট্রো কর্তৃপক্ষের আর্জি জানান হয়েছে নিত্যযাত্রীরা যেন স্মার্টকার্ডই ব্যবহার করেন এতে একদিকে যেমন ভিড় এড়ানো যাবে, তেমন বিশেয ছাড় পাবেন তাঁরা কেবল অত্যাবশ্যকীয় পণ্য নয় শনিবার করে আগেই সকলের জন্য মেট্রোর দরজা খুলে দিয়েছে কর্তৃপক্ষ, এবার ফেরানো হচ্ছে স্মার্টকার্ড

কেবল অত্যাবশ্যকীয় পণ্য নয়, বর্তমানে শনিবার করে সকল যাত্রীর জন্যই খুলেছে মেট্রোর দরজা একই সঙ্গে ট্রেনের সংখ্যাও বাড়ানো হয়েছে, কমছে দুটি ট্রেনের মধ্যেকার সময়ের ফারাকও, বর্তমানে সকাল সাড়ে সাতটার বদলে সকাল ৭ থেকে শুরু হয়েছে পরিষেবা, পরিষেবা চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত, বাড়ান হয়েছে ৬টি ট্রেনের সংখ্যা, ২৬৬টার বদলে চলছে ২৭২টি (১৩৬ আপ এবং ১৩৬ ডাউন) ট্রেন, কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বরের মধ্যে চলছে ১৭৩টি (৮৬ আপ এবং ৮৭ ডাউন) ট্রেন আগে যেখানে দুটো ট্রেনের মধ্যে সময়ের ফারাক ছিল ৭ মিনিট, ব্যস্ত সময়ে এখন তা কমিয়ে ৫ মিনিট করা হয়েছে

দমদম থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়ছে সকাল ৭টায়, অন্যদিকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়ছে সকাল ৭টায়, দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষের উদ্দেশ্যে শেষ মেট্রো ছাড়ছে যথাক্রমে রাত ৯টা ১৮ মিনিট এবং সাড়ে ৯টায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here