Calcutta time : অবশেষে স্কুল খোলা নিয়ে আইনি সিদ্ধান্ত পেশ হলো, আগামী ১৬ই নভেম্বর থেকেই খুলছে স্কুল, স্কুল খোলা নিয়ে রাজ্যের সিদ্ধান্ত আপাতত বহাল রাখল কলকাতা হাইকোর্ট, রাজ্যে ২৯শে অক্টোবরের বিজ্ঞপ্তিই বহাল রাখল আদালত

স্কুল খোলা নিয়ে মামলাকারীর বক্তব্যে রাজি নয় হাইকোর্ট, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ মামলাকারীকে জানায় ‘অবিভাবকদের সমস্যা হলে তাঁরা আদালতে এসে সমস্যার কথা বলবেন’ বৃহস্পতিবারের শুনানিতে মামলাকারীকে বিচারপতি বলেন “স্কুল কতক্ষন খোলা থাকবে সেটা কি আপনার দেখার বিষয়? আপনার বাচ্চা কি স্কুলে যায়? একটা ব্যক্তিগত কারণ হতে পারে না, আপনার বাচ্চা যে সেই ক্লাসে পড়ে না, অভিভকদের বলার থাকলে কোর্টে এসে বলুক আমরা দেখব”

রাজ্যের তরফে বলা হয় “একজন এটা নিয়ে মামলা করতে পারেন এটা শুনেই আশ্চর্য হচ্ছি, অনেক আলোচনা এবং রিসার্চ করেই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যিনি মামলা করেছেন তার সন্তান এর মধ্যেই পড়ে না” মামলাকারী সুদীপ ঘোষ চৌধুরী অভিযোগ করেন, রাজ্যের বিজ্ঞপ্তিতে কিছু বিভ্রান্তি রয়েছে, বিজ্ঞপ্তিতে স্কুল সাড়ে ৯ টায় খোলার কথা বলা হয়েছে, এর আগে সাড়ে ১০ টায় স্কুল শুরু হত  ছাত্ররা টিকা পায়নি

রাজ্যের তরফে আদালতে এজি বলেন “আন্তর্জাতিক আর্গানাইজেশন বলেছে, অনলাইন ক্লাসে মানসিক স্বাস্থ্য নষ্ট হচ্ছে, দেশের প্রায় সমস্ত রাজ্যে স্কুল খুলে গিয়েছে, সবার শেষে এ রাজ্যে স্কুল খুলছে। অতিরিক্ত সময় নেওয়া হয়েছে কারণ প্রতিদিন ১০ মিনিট করে করোনা সচেতনতার সংক্রান্ত ক্লাস করানো হবে, সমস্ত কোভিড গাইডলাইন মেনে স্কুল খোলা হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here