Calcutta time : পছন্দের তারকাদের দেখলে আগে সই নেওয়ার জন্য এগিয়ে যায় অনুরাগীরা, আর এখন সেলফি তুলতে চান এই অভ্যেসের সাথে জড়িত ছোটবড় সব শিল্পীই

তবে গতকাল অর্থাৎ রবিবার ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর প্রচারে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ভাইজান, সেখান থেকে বেরোনোর পরই উপস্থিত সংবাদমাধ্যম তাঁর ছবি তুলতে শুরু করে সে সময়ই এক অনুরাগী সলমনের সঙ্গে সেলফি নিতে এগিয়ে আসেন, প্রাথমিক ভাবে বিরক্ত হন অভিনেতা, তিনি সংবাদমাধ্যমের ক্যামেরা দেখিয়ে বলেন ওরা ছবি তুলছে, উপস্থিত চিত্রগ্রাহকরাও সলমনের বক্তব্যকে সমর্থন করেন তবুও ওই অনুরাগীকে সেলফি তুলতে বিরত করা যায়নি, তিনি ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েন, বাধ্য হয়ে সলমন বলেন “নাচ বন্ধ করো” তখন সরে যান ওই অনুরাগী

এদিকে আবার সলমন খানকে নিয়ে চিন্তায় মহেশ ৫৫ বছরের সলমন বিয়ে করার ইচ্ছে প্রকাশ করছেন না, মহেশের মতে ভাইজান নাকি ভীষণ একাকী, এত সাফল্য এত অর্থ তাঁর অথচ ভিতরে লুকিয়ে রয়েছে এক মধ্যবিত্ত মানসিকতার মানুষ, সলমনের সঙ্গে তাঁর যে শুধু পরিচালক-অভিনেতার সম্পর্ক এমনটা নয়, তিনি সলমনের বন্ধু তাই বন্ধুর প্রতি দুশ্চিন্তা নিয়েই এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি, তাঁর কথায় “মাঝেমধ্যে ওকে বলতে ইচ্ছে করে, সলমন তুমি বিয়ে করছ না এ নিয়ে সমস্যা রয়েছে আমার, আমি সত্যিই সলমনের সন্তানের সঙ্গে আলাপ করতে চাই, যখনই ওকে এ সব বলি ও আমায় থামিয়ে দেয় কিন্তু আমার মনে হয় বাড়ি ফিরে সব কথা বলার জন্য ওর কাউকে দরকার”

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here