Calcutta time : অবশেষে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘন্ট ঘোষণা করা হলো, ১৬ নভেম্বর থেকে খুলবে স্কুলের দরজা, আজ অর্থাৎ সোমবার আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ৭ মার্চ থেকে শুরু হবে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা, পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত অন্যদিকে উচ্চ মাধ্যমিক শুরু হবে ২ এপ্রিল থেকে চলবে ২০ এপ্রিল পর্যন্ত, উচ্চ মাধ্যমিক হবে হোম সেন্টারে
২০২২ সালের মাধ্যমিকের সূচি হলো-
৭ মার্চ বাংলা
৮ মার্চ ইংরেজি
৯ মার্চ ভূগোল
১১ মার্চ ইতিহাস
১২ মার্চ জীবনবিজ্ঞান
১৪ মার্চ অঙ্ক
১৫ মার্চ ভৌত বিজ্ঞান
১৬ মার্চ ঐচ্ছিক বিষয়
মাধ্যমিক পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, “মাধ্যমিক শুরু হবে সকাল ১১টা ৪৫ থেকে চলবে বেলা ৩টে পর্যন্ত। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ুয়ারা পড়বে পরের তিন ঘণ্টা থাকবে লেখার জন্য কোভিড বিধি মেনে যতখানি পারব পরীক্ষাকেন্দ্র বাড়াবো, সেই হিসাবে পরীক্ষা হবে এখনও অবধি সিদ্ধান্ত টেস্ট আমরা নেব তবে সবটাই নির্ভর করবে কোভিড পরিস্থিতির উপরে”
অন্যদিকে আবার, ২ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মোট ৫৬ টা বিষয়ের উপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, একাদশে রয়েছে ৬০টি বিষয়ে পরীক্ষা, কারণ এবছর একাদশে আরও চারটি ভোকেশনাল কোর্স বেড়েছে। উচ্চ মাধ্যমিক দ্বাদশের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা ১টা ১৫ পর্যন্ত, একই দিনে একাদশের পরীক্ষা হবে বেলা ২টো থেকে বিকেল ৫টা ১৫ পর্যন্ত
উল্লেখ্য উচ্চমাধ্যমিকের প্র্যাক্টিকাল পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি – ৪ মার্চ, প্র্যাক্টিকাল পরীক্ষাগুলো স্কুলগুলিই পরিচালনা করবে