Calcutta time : অবশেষে স্বামীকে নিয়ে মুখ খুললেন নুসরত জাহান। নুসরত এবং যশ দাশগুপ্তের সম্পর্ক নিয়ে জল্পনা, বিতর্ক সব কিছুর অবসান ঘটলো এবার
এসওএস কলকাতা ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। সোশ্যাল মিডিয়ায় প্রেমের কথা স্বীকার করলেন নায়িকা। তবে শুধু প্রেমই নয় যশের জন্মদিনে একেবারে বিয়ের কথাই স্বীকার করে নিলেন নুসরত
যশ নিজের জন্মদিন ছেলে ঈশানের সাথেই কাটালেন। জন্মের পর এটাই ছেলের সঙ্গে তাঁর প্রথম জন্মদিন। এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে যশকে জন্মদিনের শুভেচ্ছা জানান নুসরত। তবে সেখানেই শেষ নয় একটি কেক যশকে উপহার দিয়েছেন নুসরত। সোশ্যাল মিডিয়ায় সেই কেকের ছবি শেয়ার করেছেন নায়িকা নিজেই। সাদা আর চকলেট রঙের দুই লেয়ারের সেই কেকে একটি লেয়ারের উপর লেখা হাজবেন্ড ও অন্য একটি লেয়ারে লেখা ড্যাড। পাশাপাশি দুজনের একটি ছবি পোস্ট করে নুসরত লিখেছেন ‘হ্যাপি বার্থডে মাই লাভ’
উল্লেখ্য, নিখিল জৈন দাবি করেন দক্ষিনেশ্বরে লুকিয়ে বিয়ে করেছেন যশ ও নুসরত। সে নিয়ে অবশ্য মুখ খোলেননি দুজনের কেউ। অবশেষে মুখ খুললেন স্বামীকে নিয়ে