কাজলের ভক্তদের জন্য সুখবর। এ বছরই অনলাইনে মুক্তি পেতে পারে নায়িকার ওয়েব ডেবিউ ‘ত্রিভঙ্গ’। কাজল-অভিনীত এই ওয়েব সিরিজ়টি মুক্তি পাওয়ার কথা ছিল আগামী বছর, যা এগিয়ে আনার জন্য নেটফ্লিক্সের সঙ্গে কথাবার্তা চলছে নির্মাতাদের। সিরিজ়টি পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিনেত্রী রেণুকা সাহানে। লকডাউনের সময়ে ওটিটি প্ল্যাটফর্মে কনটেন্টের বর্ধিত চাহিদার কথা মাথায় রেখেই এর রিলিজ় এগিয়ে আনার কথা ভাবা হয়েছে। এডিটের কাজ শেষ ইতিমধ্যেই, ব্যাকগ্রাউন্ড মিউজ়িক এবং ভিএফএক্সের কিছু কাজ হয়ে গেলেই মুক্তির জন্য তৈরি হয়ে যাবে ‘ত্রিভঙ্গ’। প্রযোজক সিদ্ধার্থ মলহোত্রের কথায়, ‘‘যদি মে মাসের মাঝামাঝি সময়ে লকডাউন উঠে যায়, তা হলে জুলাইয়ের মধ্যে কাজ সম্পূর্ণ করতে পারব। রিলিজ় এগিয়ে আনার অনুরোধ করা হয়েছে। চেষ্টা করছি, যাতে এ বছরই দর্শকের কাছে পৌঁছে দিতে পারি সিরিজ়টি।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here