Calcutta time : এবার লোকসভার স্থায়ী কমিটিগুলির পুনর্গঠনের তালিকা প্রকাশিত হলো। আজ অর্থাৎ শনিবার প্রকাশিত হয়েছে নতুন তালিকা। বেশিরভাগ কমিটির শীর্ষপদেই বিজেপির সাংসদরা রয়েছেন
২০২১-২২ বছরের জন্য পুনর্গঠিত এই কমিটিগুলি ১৩ই সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ক্যাবিনেট সম্প্রসারণের পরে মন্ত্রী পদে অভিষিক্ত হওয়া ভূপেন্দ্র যাদবের জায়গায় বিজেপি সুশীল কুমার মোদীকে পার্সোনেল, জন অভিযোগ, আইন ও বিচার সম্পর্কিত কমিটির নতুন চেয়ারম্যান করেছে। স্বরাষ্ট্র বিষয়ক প্যানেলের চেয়ারম্যান হিসেবে কংগ্রেসের আনন্দ শর্মা। জয়রাম রমেশ বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যাবেন। রবিশঙ্কর প্রসাদ অর্থ বিষয়ক সংসদীয় প্যানেলে এবং রমেশ পোখরিয়াল নিশঙ্ককে কর্মী, জন অভিযোগ, আইন ও বিচার বিষয়ক প্যানেলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে তথ্য প্রযুক্তি বিষয়ক প্যানেলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। টিএমসি সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় খাদ্য, উপভোক্তা বিষয়ক ও জনবন্টন বিষয়ক প্যানেলের শীর্ষে থাকবেন, লেবার বিষয়ক প্যানেলের নেতৃত্বে থাকবেন বিজেডি সদস্য ভরত্রুহরি মাহতাব
এদিকে, মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার পরে সাংসদ পদ থেকে বাবুল সুপ্রিয়র পদত্যাগ পত্র এখনও গ্রহণ করেননি স্পিকার ওম বিরলা। এরই মাঝে নতুন এই স্থায়ী কমিটিগুলির কোনোটিতেই জায়গা হলনা সদ্য দলবদল করে তৃণমূলে যোগ দেওয়া বাবুলের