Calcutta time : গত বছরের মতো এবছরও কোভিড প্রোটোকল মেনে পুজোর অনুমতি দিয়েছে সরকার। সেপ্টেম্বরে কলকাতায়, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পুজো উদ্যোক্তাদের বৈঠকে বসেন প্রশাসনিক কর্তারা। এই কোভিড পরিস্থিতিতে কী কী নিয়ম মেনে পুজো করতে হবে, বৈঠকে তা জানিয়েও দেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, ক্লাবগুলিকে ৫০ হাজার আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়

তবে, এবার পূজার অনুদান নিয়ে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ দেওয়া হয় অনুদানের টাকা ক্লাবগুলি কীভাবে খরচ করবে, সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করতে হবে সরকারকে। যদি সেই নির্দেশিকা জারি না করা হয়, তাহলে গতবারের অর্থাৎ ২০২০ সালের নির্দেশিকা মেনে টাকা খরচ করা যাবে। সময়সীমা অনুযায়ী ২২ নভেম্বর হলফনামা আকারে হাইকোর্টে অনুদান-রিপোর্ট দিতে হবে রাজ্যকে

উল্লেখ্য ক্লাবগুলি পুজো অনুদান দেওয়ার বিরোধিতা করে আবার জনস্বার্থ মামলাও দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। এদিন শুনানিতে ক্লাবগুলিকে অনুদান দেওয়ার কারণ ব্যাখ্যা করেন অ্যাডভোকেট জেনারেল। তিনি বলেন ক্লাবগুলি যে কোনও সময়েই জনগণের পাশে দাঁড়ায়। করোনা পরিস্থিতিতেও তারা সাধারণ মানুষের জন্য অনেক কিছু করেছে। জনকল্যাণমূলক কাজের জন্যই তাদের অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, আর এরপরই রাজ্যকে খরচ সংক্রান্ত নির্দেশিকা জারি করলো হাইকোর্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here