Calcutta time : প্রায় দেড় বছর পর আবারো চাঙ্গা হতে চলেছে ভারতের পর্যটন শিল্প। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে বলাহয়েছে, অতিমারির পর ফের বিদেশি পর্যটকদের জন্য ভারতের দরজা খুলে দেওয়া হবে।

এছাড়াও আগামী ১৫ অক্টোবর থেকে বিদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র

দেশে নতুন করে পর্যটকের সংখ্যা বাড়াতে ও পর্যটন শিল্পে জোয়ার আনতে এই পদক্ষেপ নিয়েছে সরকার। বিদেশি পর্যটনের জন্য ভারতে আসার অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে যাঁরা ভারত ভ্রমণে ইচ্ছুক, তাঁর চার্টাড ফ্লাইটে চরেই এই দেশে আসার অনুমতি পাবেন। এরপরে যদিও সাধারণ বিমানেও ভারতভ্রমণে আসতে পারবেন বিদেশিরা

জানা গিয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে বিদেশি পর্যটকদের নয়া নির্দেশিকা অনুসারে ভারতে আসার অনুমতি দেওয়া হবে। এই মুহূর্তে যাঁরা চার্টাড ফ্লাইটে এই দেশে আসেন, তাঁদেরকেই দেওয়া হবে এই ট্যুরিস্ট ভিসা। অন্যদিকে আগামী ১৫ই নভেম্বর থেকে সাধারণ বিমানে ভারতে আসতে পারবেন পর্যটকরা

উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয় থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। কোভিড প্রোটোকল মেনে তবেই দেশের বিভিন্ন জায়গায় যেতে পারবেন বিদেশি পর্যটকরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here