Calcutta time : আজ অর্থাৎ বুধবার মহালয়া, পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের শুরু। এবার আসন্ন দুর্গাপুজো নিয়ে কিছু নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। নবান্নতে এই সংক্রান্ত এক গাইডলাইন প্রকাশ করল

করোনাকে মাথায় রেখে শারদোৎসবে কিছু নিয়ম দিল নবান্ন। যে নির্দেশ মেনে চলতে বাধ্য থাকবে পুজো কমিটি এবং ক্লাবগুলি

প্রথমত, দর্শনার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক, যাঁদের মাস্ক থাকবে না, পুজো কমিটির দায়িত্ব থাকবে তাঁদের মধ্যে মাস্ক বিলি করে অন্তত পক্ষে প্যান্ডেল-সন্নিহিত অঞ্চলে সুরক্ষা নিশ্চিত করা

এছাড়াও পুজো প্যান্ডেলে থাকতে হবে যথেষ্ট সংখ্যক স্বেচ্ছাসেবক, খেয়াল রাখবেন দর্শনার্থীরা যেন মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার বা ‘ফিজিক্যাল ডিসট্যান্স’ মেনে চলছেন, স্বেচ্ছাসেবকেরা অঞ্জলি দেওয়া প্রসাদ বিতরণ সিঁদুর খেলা ইত্যাদিতে যাতে অযথা ভিড় না হয় নজর দেবেন, পুরোহিতকে অঞ্জলির মন্ত্রোচ্চারণ করতে হবে মাইক্রোফোনে, দর্শনার্থীকে সঙ্গে নিয়ে আসতে হবে ফুল। পুজো প্যান্ডেলের আশপাশে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান করা চলবে না

পুজোগুলিকে যাঁরা বিভিন্ন সংস্থার তরফে পুরস্কৃত করেন, তাঁরা কখনোই বেশি সংখ্যায় আসতে পারবেন না। একই সময়ে বিচারকমণ্ডলীর তরফে দুটির বেশি গাড়ি যেন না ঢোকে পুজো চত্বরে। বিচারকদের সকাল ১০টা থেকে বেলা ৩ টের মধ্যে আসা বাঞ্ছনীয়

প্যান্ডেলে বা পুজো-চত্বরে কোনও নির্দিষ্ট সময়ে যাতে ভিড় না জমে সেজন্য পুজো উদ্যোক্তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করার কথা বলা হয়েছে

পুজো উদ্বোধন বা প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে বাহুল্য বর্জন করতে হবে, প্রতিমা নিরঞ্জনের ঘাট পুরোপুরি জীবাণুমক্ত করে রাখতে হবে। এবং অতিমারী-পরিস্থিতি মাথায় রেখেই এবার করা হবে না কোনও কার্নিভাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here