Calcutta  time :  গত মঙ্গলবার বিচ্ছেদের মামলা নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের স্বামী রোশন সিং। তাঁর অভিযোগ, শ্রাবন্তীর বন্ধুরা তাঁকে নানাভাবে বিরক্ত করছে। তাঁকে রাজনৈতিক নেতাদের ভয় দেখাচ্ছে। এছাড়াও রোশনের দাবি,  তাঁর বন্ধুদের কাছে নায়িকার বন্ধুরা বলে বেড়াচ্ছে, শ্রাবন্তীর থেকে এক কোটি টাকা চুরি করেছেন রোশন, তাঁর চেহারা নিয়েও মশকরা করা হচ্ছে।

আদালতে বিচ্ছেদের মামলা করার পরও কেন আদালতের উপর আস্থা রাখছেন না শ্রাবন্তী? এই প্রশ্ন তুলেছেন নায়িকার প্রাক্তন স্বামী।

তবে, রোশনের এই অভিযোগ নিয়ে মুখ খোলেননি শ্রাবন্তী। এদিন ইনস্টাগ্রামের স্টোরিতে একজন অজানা লেখকের বক্তব্য শেয়ার করেন নায়িকা। সেখানে একটি মেয়ের কথা লেখা আছে যে, “সে ছিল ক্ষমাশীল। তাঁর হৃদয় ছিল অনেক বড়। মানুষকে ছেড়ে যাওয়া কাকে বলে সে জানতই না, কারণ যাঁদের সে ভালোবাসে তাঁদের মধ্যে শুধু ভালোটাই দেখতে পছন্দ করে সে। কিন্তু এটা ততক্ষন পর্যন্তই ছিল যতক্ষন না মেয়েটি অনেক পথ অতিক্রম করতে শুরু করে। যাঁরা তাঁর হৃদয় ভেঙেছে তাঁদের ছেড়ে যাওয়া ছাড়া তাঁর কাছে আর কোনও বিকল্প ছিল না।” শ্রাবন্তীর এই পোস্ট থেকেই জল্পনা শুরু। তাহলে কি প্রচ্ছন্নভাবে রোশনকেই জবাব দিলেন নায়িকা

উল্লেখ্য, ‘বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা’ ধারায় এই বছর জুন মাসে শিয়ালদহ ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা করেছিলেন রোশন। শ্রাবন্তীর সঙ্গে আবারও সংসার করতে চেয়েছিলেন তিনি। এই মামলার শুনানিতে বারবার আদালতে উপস্থিত হননি শ্রাবন্তী। এরপর সেই মামলার লিখিত জবাবেই গত ১৬ই সেপ্টেম্বর আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন শ্রাবন্তী। কিন্তু বারোদিন কেটে যাওয়ার পরও সেই চিঠি বা  ডিভোর্সের নোটিশ পাননি বলেই দাবি করছেন শ্রাবন্তীর স্বামী রোশন সিং

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here