দাম কত পূজার আগে থেকেই ইচ্ছেমতো খান পদ্মার ইলিশ। কম পড়লে তাতে কি ! আরো দ্বিগুন ইলিশ আসবে বাংলায়। এবার পূজাতে বাংলাকে রুপালি ফসল উপহার দিলো হাসিনা সরকার। কলকাতার বিভিন্ন বাজারে পাওয়া যাচ্ছে এই সুস্বাদু ইলিশ।
পশ্চিমবঙ্গকে পুজোর উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাইফোঁটা পর্যন্ত রাজ্যবাসীর ইলিশের অভাব থাকবে না।
ইলিশ মিলেছে ৪৬০০ মেট্রিক টন। পরশু বাংলাদেশ থেকে এ রাজ্যে এসেছে ৮০ টন ইলিশ, বৃহস্পতিবার এসেছে ২০০ টন , শুক্রবার অর্থাৎ আজ রাজ্যে আসছে আরও ২৫০ মেট্রিক টন ইলিশ। সীমান্ত পেরিয়ে টন টন রুপোলী শস্য ঢুকতে শুরু করেছে এই রাজ্যে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১২-তে ইলিশ রফতানি উপর নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশের শেখ হাসিনার সরকার। তার জেরে ওপার বাংলা থেকে এপার বাংলায় ইলিশ রফতানি বন্ধ ছিল। কিন্তু বাংলাদেশ সরকার দুই বছর আগে সেই নিষেধাজ্ঞা তুলে নেয়।
ফলে এবারও পুজোর উপহার হিসাবে বাংলাদেশের ইলিশ পাচ্ছে এই রাজ্যে। এই বৃষ্টিতে কলকাতার বাজারে ভিড় পরে যাচ্ছে ইলিশ কিনতে। রীতিমতো হুড়োহুড়ি লেগে গেছে।
৫০০ থেকে দেড় কিলো বিভিন্ন ওজনের মাছ মিলছে। দাম ৫০০ টাকা থেকে ১৮০০ টাকা। এ বছর দিঘা, শংকরপুর, কাকদ্বীপ এবং ডায়মন্ডহারবার থেকে সেভাবে ইলিশ আসেনি। যা ইলিশ এসেছে তাও আবার খোকা ইলিশ। তাই, বাংলাদেশের ইলিশ ঢোকায় এবার বড় ইলিশের ঘাটতি মিটবে বলে মনে করছে বিক্রেতারা।