Calcutta time : গত মঙ্গলবার রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব পেয়েছেন ড. সুকান্ত মজুমদার। এই দায়িত্ব নিয়ে তিনি সাথে সাথে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

এরপরই আজ অর্থাৎ বুধবার সকালে প্ৰাতঃভ্ৰমণে বেরিয়ে দিলীপ ঘোষ জানালেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা।

আজ সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘নতুন বিজেপি প্রদেশ সভাপতির সম্বর্ধনা সভায় অনেকেই অনুপস্থিত ছিলেন। আবার অনেকেই আসতে পারেন নি। যদিও সবার আসার কথাও ছিল না এবং তাঁর নিজেরও অন্য কাজ ছিল। নতুন সভাপতির নাম রাতে ঘোষণা হওয়ায় অনেকেই উপস্থিত থাকতে পারেননি। পার্টির পক্ষ থেকে ২০ দিনের কার্যক্রম চলছে সেখানেই সবাই ব্যস্ত রয়েছেন। যেহেতু নতুন সভাপতি ঘোষণা হয়েছে তাই কাজের ফাঁকে সময় বের করে সম্বর্ধনা দেওয়া হল।’

নতুন সভাপতি ড. সুকান্ত মজুমদার দায়িত্বভার বুঝে নিয়েই বুধবার থেকে প্রচার শুরু করে দিয়েছেন। আজও তিনি ভবানীপুরের বিজেপি প্রাথীর সাথে প্রচারে বেড়িয়েছেন।

এরপর প্রশ্ন উঠছে প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ প্রচারে থাকবেন কিনা। সেই প্রশ্নের উত্তরে দিলীপ জানান, ‘ আপাতত কয়েকদিন তিনি থাকছেন না। কিন্তু শেষ ২-৩ দিন ভবানীপুরের প্রচারে তিনি থাকবেন বলে জানিয়েছেন ‘।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here