Calcutta time : এবার অবশেষে রাজনীতি নিয়ে মুখ খুললেন অভিনেতা সোনু সুদ। বর্তমানে ২০ কোটি টাকার আয়করে ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে সোনু সুদের বিরুদ্ধে। অভিনেতার অফিস, বাড়িতে চলেছে আয়কর আধিকারিকদের তল্লাশি।
সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় এবার মুখ খুলেছেন সোনু। তিনি জানিয়েছেন, “আমার প্রতিটি অর্থ আর্তের সেবার জন্য।” শুধু তাই নয়, সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ-মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও এবিষয়ে জবাব দিয়েছেন অভিনেতা।
আয়কর তল্লাশি প্রসঙ্গে সোনু সুদ জানিয়েছেন, ”আয়কর আধিকারিকদের তরফে আমার কাছ থেকে যা যা নথি চাওয়া হয়েছে তার সবটাই দিয়েছি, ওঁদের সমস্ত প্রশ্নের জবাবও দিয়েছি। ওঁরা ওদের কাজ করেছেন, আর আমি আমার কাজ করেছি। ওরা সমস্ত নথিপত্র দেখে খুশি। এছাড়াও ওরা এটা বলেছেন এই তল্লাশি অভিযান ওঁদের পক্ষে সহজ হয়েছে।”
এছাড়াও, কোভিড পরবর্তী পরিস্থিতিতে তাঁর কাছে রাজনীতিতে যোগদানের প্রস্তাব প্রসঙ্গে অভিনেতার উত্তর, ”আমি দুই বার রাজ্যসভা আসনের প্রস্তাব ফিরিয়েছি। কারণ রাজনীতিতে যোগ দিতে আগ্রহী নই। আমি আপাতত যে জায়গায় আছি, তাতে খুশি।”




