Calcutta time : এমএস ধোনিকে ফের দেখা যাবে চেন্নাই সুপার কিংসের জার্সিতে। এই আইপিএল শেষ হলেই ধোনিকে পাওয়া যাবে টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে। তবে, এই সবের মধ্যে ভারতীয় সেনার বিরাট দায়িত্ব পেলেন লেফ্টেন্যান্ট কর্নেল ধোনি।
ন্যাশানল ক্যাডেট কর্প অর্থাৎ এনসিসি-র কাজকর্ম তদারকির জন্য ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে প্রতিরক্ষামন্ত্রক। সেই কমিটিতেই রয়েছেন ধোনি।
উল্লেখ্য, কমিটির মাথায় আছেন প্রাক্তন আইন প্রণেতা বৈজয়ন্ত পাণ্ডা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কর্নেল রাজ্যবর্ধন সিং রাঠোর, রাজ্যসভার সাংসদ বিনয় সহস্রবুদ্ধি, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমা আক্তার।
মূলত এনসিসির উন্নয়নেও প্রতিরক্ষামন্ত্রকের এই বিশেষ কমিটি কাজগুলি করবে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালে ধোনিকে সাম্মানিক লেফ্টেন্যান্ট কর্নেল পদে ভূষিত করা হয়েছিল। ঠিক চার বছর পর ধোনি সফল হইয়ে প্যারাসুট জাম্প ট্রেনিং শেষ করে হয়ে ওঠেন প্রশিক্ষণ প্রাপ্ত প্যারাট্রুপার।