Calcites time : শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তীর ছেলে ইউভান ধীরে ধীরে বড় হচ্ছে। এখনো ১ বছরও হয়নি। তার মধ্যেই মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ার দর্শকদের তাক লাগিয়ে দেয় ছোট্ট যুবান।
ছেলের ছবি ও ভিডিয়ো প্রায়ই শেয়ার করতে দেখা যায় বাবা এবং মাকে। এবার ফের একবার ছেলের সঙ্গে একটি বিশেষ মুহূর্ত লেন্সবন্দী করে পোস্ট করলেন রাজ চক্রবর্তী। এরপরই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে রাজপুত্র।
বাবার কোলে বসে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ব্যস্ত ছোট্ট যুবান। পাকা ড্রাইভারের মতোই বাবার কোলে চেপে গাড়ি চালাচ্ছে সে। সাদা পাজামি পাঞ্জাবিতে সেজেছে খুদে। মঙ্গলবার ছোট্ট যুবানের এমনই একটি মজার মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন পরিচালক, বিধায়ক রাজ চক্রবর্তী।
এই ভিডিয়োটি পোস্ট করে পরিচালক লিখেছেন, “আমার বিশ্বাস ইউভান গাড়ি চালাতে শিখে গেছে। কেমলমাত্র লাইসেন্স পাওয়ার অপেক্ষায় রয়েছে আমার ছেলে, ওটা পেলেই সকলকে নিয়ে ও ঘুরতে যাবে।” ভিডিয়ো পোস্ট করার সঙ্গে সঙ্গে লাইক, লভ ইমোজি, কমেন্টে ভরে উঠেছে।