Calcutta time: আজ অর্থাৎ সোমবার সকালেই ফেসবুকে এক  সুন্দর সুখবর শেয়ার করলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। পরিচালক সুমন ঘোষ, অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবং তাঁর মেয়ে শাহিদা নীরাকে নিয়ে তৈরি করেছেন বাংলা ছবি ‘সার্চিং ফর হ্যাপিনেস’।

অভিনেত্রী থাকলেও এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছে শাহিদা। এটিই শাহিদার প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি। সেই ছবিতে অভিনয়ের জন্যই ওয়াশিংটন ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালে এবছর সেরা শিশু অভিনেতার পুরস্কার পেলো শাহিদা। শাহিদার প্রথম পুরস্কারে আনন্দেমত্ত মা সুদীপ্তা।

ফিল্মমেকার সুমন ঘোষের মেয়ে ছোটবেলায় বাড়িতে একটি ঘটনা ঘটিয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি ‘সার্চিং ফর হ্যাপিনেস’। এই ছবির জন্য কোনও চিত্রনাট্য লেখেননি পরিচালক। ছবিটি শ্যুট করেছেন গো প্রো ক্যামেরায়, যা প্রায় মোবাইলের মতো ছোট। সাড়ে তিন বছরের শাহিদা নিজের অজান্তেই অভিনয় করে ফেলেছে এই ফিচার ফিল্মে।

সুদীপ্তা বললেন, “শাহিদার সাফল্য আমার কাছে একদম অন্যরকমের অনুভূতি। খুবই মজা পাচ্ছি। আমি ছয় বছর বয়সে নাটকের মঞ্চে প্রথম অভিনয় করেছিলাম। সেই অভিনয়ের জন্য অনেকেই আমার প্রশংসা করেছিল। কিন্তু শাহিদা মাত্র সাড়ে তিন বছরেই একেবারে পর্দায় ডেবিউ করল।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here