- Calcutta time : আজ অর্থাৎ বৃহস্পতিবার মা হলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। বৃহস্পতিবার দুপুরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, সন্তান ও মা সুস্থ রয়েছেন। জানা গিয়েছে, নুসরতকে ওটিতে নিয়ে যাওয়ার সময় পাশে ছিলেন যশ দাশগুপ্ত।
অন্যদিকে, নুসরত মা হওয়ার পরই সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন নিখিল জৈন। তিনি জানিয়েছেন, “ওঁর সঙ্গে আমার মতপার্থক্য থাকতেই পারে। তবে এই সময়ে তা গুরুত্ব পায় না। নবজাতক সুস্থ থাকুক এটাই চাই। মা ও সুস্থ থাকুক।”
২০১৯ সালের ১৯শে জুন ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তুরস্কে বিয়ে করেন নুসরত জাহান। দেশে ফিরে নিখিলের সঙ্গে সুখের সংসার শুরু করেন নুসরত। ২০২০ সালে লকডাউনের সময় নিখিল-নুসরতের প্রেম, আদরের ভিডিও, ছবি শেয়ার হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। তবে হঠাৎ করেই শোনা যায় নিখিলের বাড়ি ছেড়ে নুসরত রয়েছেন আলাদা। এমনকি, নিখিলের সঙ্গে বৈবাহিক সম্পর্ক অস্বীকারও করেন তিনি। তারপর হঠাৎই শোনা যায়, নুসরত অন্তঃসত্ত্বা। নুসরতের মা হওয়ার খবর পেয়ে, নিখিল সোজা জানিয়ে ছিলেন নুসরতের গর্ভের সন্তান তাঁর নয়! তবে নবজাতকের জন্মের পর একটু যেন নরম হলেন নিখিল জৈন। সম্পর্কে দূরত্ব বাড়লেও, দূর থেকেই নুসরতকে শুভেচ্ছা জানালেন তিনি।