ভাটপাড়ার চেয়ারম্যান হলেন গোপাল রাউৎ, খেলা শুরু ভাটপাড়ায়
ভাটপাড়ায় বিভিন্ন সম্প্রদায়কে একত্রিত করা এবং ভাটপাড়ার বিভিন্ন অশান্তি থেকে জায়গাগুলিকে শান্ত করার বিষয়ে বড়ো অবদান রয়েছে যার, তিনি হলেন গোপাল রাউৎ। গোপাল রাউৎ মানে সত্যিই যেন ভাটপাড়ার মানুষের কাছে ভগবানতুল্য।
যেকোনো অসুবিধায় আমজনতার পাশে দাঁড়ানো থেকে শুরু করে আমাফান , জশের মতো ঝড়ে ভাটপাড়াবাসীর জন্য দিনরাত আপ্রাণ লড়াই এবং চেষ্টা করেছেন এই মানুষটি। তাই তার অবদান হয়তো সত্যিই অনস্বীকার্য।
তাই আজ অর্থাৎ মঙ্গলবার ভাটপাড়ার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গোপাল রাউৎকে ভাটপাড়ার চেয়ারপারসন হিসাবে মনোনীত করা হলো। এই ব্যাপারে সাংবাদিকদের তিনি জানান, “আমি এই পদ পেয়ে যেমন খুশি মমতা ব্যানার্জির আশীর্বাদ তার মাথার উপর এসেছে সেই কর্তব্য দায়িত্ব তুমি পালন করবেন। তেমনভাবেই আমার মানুষের প্রতি দায়িত্ব এবং কাজ অনেক বেড়ে গেলো। আমি এইভাবেই মানুষের পাশে সর্বদা থাকবো। এই পদ পেয়ে আমি খুব খুশি। ”
এছাড়াও এদিন তিনি আশাস দেন, ” ভাটপাড়ার যতগুলো মিল বন্ধ আছে সব তিনি খোলার ব্যবস্থা করবেন । প্রত্যেকটি মিলেই কাজ হবে। “