Calcutta time : রাজ কুন্দ্রার গ্রেফতারের পর এই প্রথম জনসমক্ষে আসতে চলেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। জানা যায়, একটি ফান্ডরেজারের ক্যাম্পে যোগ দেবেন তিনি। এই ক্যাম্পে শুধু বলিউডের তারকারাই নন, থাকবেন বিভিন্ন আন্তর্জাতিক তারকাও।  এড শিরান, করণ জোহর, অর্জুন কাপুর, দিয়া মির্জা, পরিণীতি চোপড়া, সইফ আলী খান, সারা আলী খানের পাশাপাশি থাকবেন স্টিভেন স্পিলবার্গও। কোভিডের ত্রাণ সংগ্রহের জন্য এই ফান্ডরেজার ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

We for India নামের এই ভার্চুয়াল ইভেন্টে সেভিং লাইভস, প্রটেক্টিং লাইভহুডস নিয়ে বিশেষ আলোচনা করা হবে। আগামী ১৫ই অগাস্ট অনুষ্ঠিত হতে চলেছে এই ইভেন্ট। ইভেন্ট থেকে যে টাকা পাওয়া যাবে তা দিয়ে অক্সিজেন কনসেন্ট্রেটর, সিলিন্ডার, ভেন্টিলেটর, প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ এবং আইসিইউ ইউনিটের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। টিকা কেন্দ্রগুলিতেও বেশ কিছুটা অনুদান পাঠানো হবে। এই ফান্ডরেজার থেকে প্রাপ্য টাকা মানুষকে তাঁর স্বাভাবিক ছন্দে ফিরিয়ে নিয়ে যেতেও সাহায্য করবে বলে অনুমান করা হচ্ছে।

রাজ কুন্দ্রা পর্নকাণ্ডে গ্রেফতার হওয়ার প্রায় এক মাস পর হতে চলেছে এই ইভেন্ট। তাঁর স্ত্রী অভিনেতা শিল্পা শেট্টি স্বামীর গ্রেফতারির পর থেকেই আলোচনার বাইরে ছিলেন। তিনি তাঁর রিয়েলিটি শো Super Dancer 4 থেকেও বিরতি নিয়েছিলেন।

গত সপ্তাহে, শিল্পা শেট্টি ইনস্টাগ্রামে একটি বিবৃতি জারি করেছিলেন। তিনি বলেন, “আমি এখনও কোনো মন্তব্য করিনি আর সেটা আমার সিদ্ধান্ত, এই ক্ষেত্রে আমি সেটাই করে যাবো। কারণ, একজন সেলিব্রিটি হিসেবে আমি একটাই কথা মেনে চলি,’কখনও অভিযোগ করব না, কখনও ব্যাখ্যা দেব না।’ আমি মুম্বই পুলিশ এবং ভারতীয় বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখি। ওনারা যা বিচার দেওয়ার দেবেন”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here