Calcutta time : সালটা ২০১৬ ঠিক সেই সময়ই ইডেন গার্ডেনের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারত পাকিস্তানের ম্যাচের সময় জাতীয় সংগীত গেয়েছিলেন অমিতাভ বচ্চন। আজ অর্থাৎ সোমবার সকালে ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করে সবাইকে সেই দিনটি স্মরণে এনে দিলেন বিগ বি। শুধু তাইই নয়, এর পাশাপাশি তিনি সবাইকে জাতীয় সংগীত গাওয়ার ভিডিও আপলোড করার অনুরোধও করেছেন।
অনলাইনে সারা দেশ জুড়ে সেলিব্রেট করা হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। ভারত সরকারের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে দেশবাসীকে জাতীয় সংগীত গেয়ে আপলোড করার আহ্বান করা হয়েছে। যাঁরা যাঁরা জাতীয় সংগীত আপলোড করবেন, চলতি বছর স্বাধীনতা দিবসে তাঁদের ভিডিও দেখা যাবে ‘রাষ্ট্রগান ডট ইন’ ওয়েবসাইটে। এই উদ্যোগেরই ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন অমিতাভ বচ্চন।
উলেখ্য, কিছু মাস আগে ওটিটিতে মুক্তি পেয়েছিলো অমিতাভ বচ্চনের শেষ ছবি ‘গুলাবো সিতাবো’। ক্রিটিক থেকে শুরু করে দর্শকদের মন জয় করেছিল এই ছবিতে বিগ বি-র অভিনয়। আপাতত মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ব্রম্ভাস্ত্র’, ‘ঝুন্ড’, ‘চেহরে’সহ তাঁর বেশ কয়েকটি ছবি।