Calcutta time : অবশেষে অপেক্ষার অবসান ঘটলো। চলতি অলিম্পিক্সেই প্রথম সোনা পেল ভারত। এবার দেশবাসীর প্রত্যাশা পূরণ করলেন জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া। প্রথম প্রচেষ্টাতেই ছুড়লেন ৮৭.০৩ মিটার। প্রথমকে ছাড়ালেন দ্বিতীয় চেষ্টায়। ছুড়লেন ৮৭.৫৮ মিটার। তবে, তৃতীয় চেষ্টায় নিরাশ করলেন। মাত্র ৭৬.৭৯ মিটার ছুড়তে পারলেন নীরজ। চতুর্থবার ফাউল করে ফেলেন।