Calcutta time : দীর্ঘ প্রতীক্ষার পর অনেক লড়াই করে প্রায় চার দশক পর অলিম্পিক্সে ভারতীয় হকি দল পদক জিতেছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার ভারত ৫-৪ গোলে জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জিতে দেশকে গর্বিত করেছে। মনপ্রীত-শ্রীজেশদের টিমের হাত ধরে ভারত ইতিহাস লিখেছে টোকিওতে।
ঐতিহাসিক এই ব্রোঞ্জ জয় দেশের কোভিড যোদ্ধাদের উৎসর্গ করলেন ক্যাপ্টেন মনপ্রীত সিং। ম্যাচের পর তিনি বলেন, “এই পদক দেশের সকল কোভিড যোদ্ধা ও ফ্রন্টলাইন কর্মীদের জন্য উৎসর্গীকৃত।”
এদিন জোড়া গোল করে ম্যাচের নায়ক হয়ে যান সিমরণজিৎ। দলের হয়ে স্কোরশিটে নাম লিখিয়েছেন হার্দিক সিং, হরমনপ্রীত সিং ও রুপিন্দর পাল সিং। ১৯৮০ সালে সোনা জেতার পর প্রথমবার হকিতে পদক পেল ভারত। শুরুতে পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে অনন্য জয় তুলে আনে মনপ্রীতের ভারত।