Calcutta time : বাড়ল করোনার বিধি-নিষেধফের রাজ্যে বাড়ল করোনার বিধি নিষেধ। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে এখনও পর্যন্ত সব পরিষেবা চালু করার ঝুঁকি নেয় নি রাজ্য সরকার। ৩১শে জুলাই পর্যন্ত যে বিধি নিষেধ চালু ছিল। তারই মেয়াদ বাড়িয়ে করা হল ১৫ই আগস্ট পর্যন্ত।

আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে নবান্ন থেকে সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিধি নিষেধের এই নতুন পর্যায়ে তেমন কোনও পরিবর্তন হচ্ছে না নিয়মে। লোকাল ট্রেন চালু করার কথা এবারও জানায় নি রাজ্য। শুধু সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে নতুন করে কিছুটা ছাড় দেওয়া হয়েছে।

নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এবার থেকে কোনও সরকারি অনুষ্ঠান করতে গেলে ৫০ শতাংশের উপস্থিতিতে কোনও ঘেরা জায়গায় তা করা যেতে পারে। এছাড়াও প্রত্যেক সেক্টরের ক্ষেত্রে যতটা সম্ভব ‘ওয়ার্ক ফ্রম হোম’ করানোর কথা উল্লেখ করা হয়েছে। তবে রাত ৯ টা থেকে ভোর ৫ টা নাইট কার্ফুর ক্ষেত্রে আরও কড়া ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন। সব জেলার পুলিশ সুপার ও জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে নাইট কার্ফুর বিষয়টিতে তাঁরা আরও বেশি জোর দেন। রাতে কোনও গাড়ি চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উল্লেখ্য, নাকা চেকিং-এর পাশাপাশি প্রয়োজন হলে আবগারি দফতরকেও নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশও রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here