Calcutta time : বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকদের বিক্ষোভ হয় ময়দানে। এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জও করে পুলিশ। গতকালই ফেসবুক লাইভে এসে এ বিষয়ে বক্তব্য রাখেন মদন মিত্র। লাইভে তিনি বলেন, ইস্টবেঙ্গল ক্লাবকে বাঁচাতে নিজের এক মাসের বেতন দিয়ে দেবেন। এরপর আজ অর্থাৎ বৃহস্পতিবার কামারহাটির সংসদ মদন মিত্র প্রতিশ্রুতিমতো নিজের এক মাসের বেতন তুলে দিলেন ক্লাব কর্তৃপক্ষের হাতে।
উল্লেখ্য, তিনি নিজে মোহনবাগানের সমর্থক হলেও এদিন হলুদ ধুতি ও লাল পাঞ্জাবিতে ক্লাব টেন্টে এসে গোল করলেন মদন মিত্র। একই সঙ্গে বিধায়ক হিসেবে তাঁর একমাসের বেতন তুলে দিলেন ক্লাব কতৃপক্ষকে।
গতকালের লাঠিচার্জ নিয়ে তিনি বলেন, গতকাল ঠিক হয়নি। এরপরই তিনি বলেন, ইস্টবেঙ্গল সমর্থকদেরও ভালোবাসাটা বুঝতে হবে। আজ ওদের জন্যই AIFF প্রতিক্রিয়া দিতে বাধ্য হচ্ছে।
এছাড়াও মদনবাবু বলেন, “অভাব আছে। ঠিক আছে কয়েকটা ট্রফি পায়নি। ট্রফি পায়নি বলেই ক্লাব বিক্রি করে দেওয়া হবে। মানে এরপর বিশ্বভারতীর রেজাল্ট খারাপ হলে সেখানে রবীন্দ্রনাথে মূর্তি উড়ে যাবে? আমি কিন্তু তৃণমূল নেতা হিসাবে বলছি না। আমি কিন্তু প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ছিলাম।”