Calcutta time : অবশেষে প্রকাশিত হল এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ফলাফল প্রকাশ করলেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। করোনার কারণে এবার মাধ্যমিক পরীক্ষা হয়নি।

বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের ভিত্তিতে আজ অর্থাৎ মঙ্গলবার ফল প্রকাশ করল পর্ষদ। এবার নেই কোনও মেধাতালিকা। গত বছর পাশের হার ছিল ৮৬.৩৪ শতাংশ। এবার পাশের হার ১০০ শতাংশ।

এ বছর মোট ছাত্রছাত্রী ১০ লক্ষ ৭৯ হাজার ৭৪৯। এবার ছাত্র পরীক্ষার্থী ৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০ জন এবং ছাত্রী পরীক্ষার্থী ৬ লক্ষ ১৩ হাজার ৮৪৯ জন। ৭০০-র মধ্যে সর্বোচ্চ নম্বর ৬৯৭। ৭৯ জন এই নম্বর পেয়েছে। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, আজই পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে মার্কশিট এবং অ্যাডমিট কার্ড দেওয়া হবে হবে। স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করা যাবে। সকাল ১০টা থেকে বিভিন্ন ওয়েবসাইটে জানা যাবে ফলাফল।

ওয়েব সাইটগুলো হল-  www.wbbse.wb.gov.in,  wbresults.nic.in,  www.exametc.com,  www.indiaresults.com, www.results.shiksha। স্কুল থেকে পড়ুয়ারা নয়, অভিভাবকরা মার্কশিট নিতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here